আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6121

আখিরাত

প্রকাশকাল: 2 নভে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম প্রিয় শায়েখ আমি আপনার কাছে ২ টি বিষয়ে অসিয়ত চাচ্ছি: আমি আমার নিজের মধ্যে খুব অহংকার অনুভব করি। যখন আমি রাস্তা দিয়ে হাটি, একটা ভালো পোশাক পড়ি তখন নিজেকে খুব সুন্দর, স্মার্ট এবং অন্যদের থেকে কেমন জানি আলাদা (ভদ্র সমাজের লোক) বলে মনে হয়। যখন কারো সাথে কথা বলি তখন নিজেকে খুব জ্ঞানী আর বড় মনে করি ইত্যাদি। আমি রাসূলুল্লাহ সাঃ এর অহংকারের পরিনতি সম্পর্কে কিছু হাদিস শুনেছি। আমি অহংকার থেকে বেচে থাকার চেষ্টা করছি কিন্তু পারছি না, এগুলো অটমেটিক আমার মধ্যে চলে আসতেছে। এখন আমি কি করতে পারি, অহংকার থেকে বেছে থাকতে রাসূলুল্লাহ সাঃ এর কোনো হাদিস থাকলে দয়া করে আমাকে জানান। ** আমি কিছু দিন মনোযোগের সহিত দ্বীন পালনের চেষ্টা করলে এরপর কেমন জানি দ্বীনের প্রতি আকুলতা হাল্কা হয়ে যায় এক ধরনের আত্ন তৃপ্তি অনুভব করি। দ্বীনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি আবার কিছু দিন চেষ্টা করলে আবার মনোযোগ ফিরে আসে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার আগ্রহ হারিয়ে ফেলি। আমি কি করতে পারি…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি সম্ভবত চিন্তার অসুখে আক্রান্ত হয়েছেন। এতোসব চিন্তা না করে আল্লাহ তায়ালার তাওফীক মতো পোষাক পরবেন, পরিস্কার পরিচ্ছন্ন হয়ে চলবেন। মনে চিন্তা যায় আসুক ফরজ, ওয়াজিব ও সুন্নাত আমলগুলো যথা নিয়মে পালন করবেন। হালাল-হারাম মেনে চলবেন। বেশী বেশী দান সদকা করবেন। সর্বদা আল্লাহ তায়ালার কাছে দুআ করবেন। ধীর ধীরে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।