আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6118

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 অক্টো. 2022

প্রশ্ন

এক মানুষ টাকা মেরে দিয়েছে, এমন কোনো আমল আছে কি যা করলে, অই মানুষ নিজে থেকে টাকা গুলো দিয়ে যাবে?

উত্তর

রাহে বেলায়াতের দুআগুলো এই ধরণের সমস্যার ক্ষেত্রে আমল করতে হয়। ১৮৭ নং থেকে ১৯২ এবং ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ২৬, ১৫৭ নং দুআ। আপনি আপনার সাধ্যমত আমল করতে থাকুন। বিশেষত ১৮৭ থেকে ১৯২ পর্যন্ত। আল্লাহ আপনার বিপদ দূর করুন। আর যারা টাকা আত্মসাত করেছে তাদের হেদায়াত দান করুন।