আস-সালামু আলাইকুম। আমার মা মামা খালারা ৪ ভাই, ৩ বোন। এর মধ্যে আমার ২ মামা এবং আমার নানু আমার নানার আগে মারা গেছেন। আমার নানা মৃত্যুর আগে মৃত মামাদের সন্তানদের জন্য কোনকিছু অছিয়ত করে যাননি। তাই আমার মামা খালারা সম্পত্তি বণ্টনের সময় তাদেরকে সমান ভাগ দিতে চাননা। তাদের মতে অছিয়ত ছাড়া যদি আমরা তাদের কে ভাগ দেই তবে আল্লাহর আইন অমান্য করা হবে। তবে তারা একদম বঞ্চিত ও করছেন না। আমার নানার মোট সম্পত্তি ১৩৩ শতক(আনুমানিক), সে হিসেবে সমান বন্টন হলে মৃত মামাদের সন্তানরা ২৪ শতক করে পেত। কিন্তু বাকিরা তাদেরকে ১০-১২ শতক করে দিতে চাচ্ছে। বাকিটুকু নিজেরা ভাগ করে নিবে। আমার প্রশ্ন হলো এতে কি আমার এতিম মামাতো ভাইদের প্রতি অন্যায় করা হচ্ছে? প্রকৃতপক্ষে তারা কতটুকু সম্পত্তির মালিক হবে? বিঃ দ্রঃ আমার এতিম মামাতো ভাইদের দাবি তাদের দাদার তাদের কে অসিয়ত করাটা ওয়াজিব ছিল, এবং এই অসিয়তের পরিমান কমপক্ষে ২৪ শতক। যেহেতু তিনি করে যাননি তাই তার সন্তানদের দায়িত্ব বাবার পক্ষ থেকে তারা অসিয়ত করবে। এবং তাদের দাবি তারা ২৪ শতক জমিই পাবে। তাদের এই দাবি কি যৌক্তিক?