আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6102

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 অক্টো. 2022

প্রশ্ন

আমার বাবা আমার পরিবারে ভরন পোষন ঠিক মত আদায় করে না| যেমনঃ ঠিক মত বাজার এর টাকা দেয় না, প্রতি মাসে ২ থেকে ৪ হাজার টাকা করে দেয়| এমত অবস্থায় আমার বাবাকে আমার মা চাউলের জন্য বললে তিনি বলেন আমার ছোট ভাইকে কিনে দিতে| আমার ভাইয়ের বয়স ১৫ বছর, সে কাজ করে নিজে নিজের টাকায় চলে । আমার বাবা তার ছেলেদেরকে অস্বিকার করে, তিনি বলেন তার কোন ছেলে নাই। । আমরা পারিবারিক ও সামাজিক ভাবে অনেক বার এই সমস্যা সমধান করা চেষ্টা করেছি। কিন্তু আমার বাবা কয়দিন পর পর পরিবারের কারোনা কারো সাথে ঝামেলা করে । আমি পরিবারের বড় ছেলে হিসেবে কি করতে পারি ? এমতঅস্থায় আমার মা আমার বাবার বিরুদ্ধে ভরন পোষন এর মামলা করতে পারবে কিনা?

উত্তর

আপনার ১৫ বছরের ভাই এবং আপনার ভরনপোষনের দায়িত্ব এখন আর আপনার পিতার নয়। ইসলামী আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেগ ছেলের ভরনপোষনের দায়িত্ব পিতার নয়, তারা নিজেরা উপার্জন করে চলবে। পিতা যদি দেন তাহলে সেটা তার অনুগ্রহ। আপনার মা এবং যদি ছোট ভাইবোন থাকে তাহলে তাদের ভরনপোষনের দায়িত্ব আপনার বাবার। যদি তিনি সেই দায়িত্ব পালন না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। আপনার ১৫ বছরের ভাইয়ের এবং আপনার দায়িত্ব হলো আপনাদের মা যদি আর্থিক কষ্টে থাকেন তাহলে তারে আর্থিকভাবে সহায়তা করা। পিতা যেহেতু যথেষ্ট সহায়তা করছে না, সুতরাং এখন দায়িত্বটা আপনাদের। প্রয়োজনীয় ভরনপোষন না করলে মামলা করতে পারেন,তবে খুব বেশী ভালো ফল হবে বলে মনে হয় না, মামলা একটি দীর্ঘ প্রক্রিয়া।