আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6091

শিরক-বিদআত

প্রকাশকাল: 3 অক্টো. 2022

প্রশ্ন

অনেক দিন আগে আমার বাড়ির লোকেরা মাযারে যায় এবং মানত করে, সেখানে সে মাযারকে আমিও তওয়াফ করি এবং মাযারের দেওয়ালে চুমু খাই, তখন আমার বয়স ছিলো ১৩ বছর । তখন যানতাম না এটা শিরক,তাহলে আল্লাহ কি আমাকে এমনি মাফ করে দিবে যেহেতু আমার বয়স তখন অনেক কম ছিলো, আর না করলে আমাকে কিভাবে তওবা করতে হবে, এখন আমার বয়স ১৭, দয়া করা উত্তর দিবেন।

উত্তর

১৩ বছর বয়সে মানুষ “প্রাপ্ত বয়স্ক” হতে পারে। সুতরাং সেই সময়ের গুনাহের জন্যও তওবা করতে হবে। এই কৃত কর্মের জন্য লজ্জিত হয়ে, ভবিষ্যতে এই কাজ না করার দৃঢ় সংকল্প নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা করে দিবেন।