যদি কোনো মসজিদের ভিতরে পীরের কবর থাকে তাহলে সেই মসজিদে কি নামাজ হবে?? উল্লেখ্য যে, কবরটি মসজিদের ভিতরের অংশে অবস্থিত
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6084
সালাত
প্রকাশকাল: 26 সেপ্টে. 2022
যদি কোনো মসজিদের ভিতরে পীরের কবর থাকে তাহলে সেই মসজিদে কি নামাজ হবে?? উল্লেখ্য যে, কবরটি মসজিদের ভিতরের অংশে অবস্থিত
শায়খ আব্দুল্লাহ বিন বায রহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাবে বলেছেন, যে সব মসজিদের মধে কবর আছে সেখানে নামায পড়া যাবে না, সেখানে নামায পড়া সহীহ হবে না। রাসূলুল্লাহ সা. বলেছেلعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبياءهم مساجد
‘‘ইয়াহুদী নাসারাদের উপর আল্লাহর অভিসম্পাত। তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে’’ সহীহ বুখারী, হাদীস নং ৩২৬৭রাসূলুল্লাহ সা. আরো বলেছেন,ألا وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبياءهم مساجد ألا فلا تتخذوا القبور مساجد فاني أنهاكم عن ذلك.
‘‘সাবধান, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। সাবধান, তোমরা কবরকে মসজিদে পরিণত করো না। আমি তোমাদেরকে এ কাজ করতে নিষেধ করছি।’’ সহীহ মুসলিম, হাদীস নং ৫৩২। আরে জানতে দেখুন