আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6074

গুনাহ

প্রকাশকাল: 16 সেপ্টে. 2022

প্রশ্ন

আমার একটা প্রশ্ন- আমার মায়ের হার্ড ব্লোক। অপারেশন করাতে হবে। এখন অপারেশন করবে পুরুষ ডাক্তার। আর এখানে (ভারত) পর্দা বলতে কিছুই নাই। তাহলে এখন কি করবো। ইসলামিক দৃষ্টি ভঙ্গী কি? যদি শুধু মেডিসিন নেই, তাহলে সঠিক চিকিৎসা পাব না। অপারেশন করা লাগবে

উত্তর

অপারেশন করাবেন। যতটুকু সম্ভব পর্দা রাখার চেষ্টা করবেন। বাংলাদেশেও তো এখন এই চিকিৎসা সম্ভব। যেটা বেশী ভাল মন হয় করতে পারেন।