আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6070

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 সেপ্টে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। অনুগ্রহপূর্বক সঠিক উত্তর দিবেন। আমার বাবা আমাকে অনেক দিন ধরে খারাপ নজরে দেখে ও খারাপ স্পর্শ করে, খারাপ কথা বলে, আমি সহ্য করতে না পেরে আমার আম্মুকে বিষয়টা জানাই, এখন এই বিষয় আমাদের করনীয় কি? আমার বাবার সাথে কেমন আচরণ করা উচিত শরীয়ত অনুযায়ী? বর্তমানে আমি অনেক হতাশায় ভুকছি এখন আমার ও আম্মুর করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা খুবই দু:খজনক। মানুষ যেখানে সবচেয়ে বেশী নিরাপদ থাকার কথা সেখানো সবচেয়ে বেশী অনিরাপদ। প্রথম কাজটা হলো তার সাথে আপনি কিছুতেই এক বাড়িতে থাকতে পারবেন না। যে কোন ভাবেই হোক, আলাদা বাসায় থাকতে হবে। তার সামনে পূর্ণ পর্দা করবেন। বিবাহ করার সুযোগ থাকলে বিবাহ করে নিবেন, এটা একটা উত্তম সমাধান হতে পারে। তার সাথে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করে দিবেন। প্রয়োজনে আইনের আশ্রয় গ্রহণ করবেন। হতাশায় ভুগবেন না, কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন, দুআ করুন, আল্লাহ সবকিছু সমাধান করে দিবেন ইনশাআল্লাহ।