আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6067

হালাল হারাম

প্রকাশকাল: 9 সেপ্টে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, হাতের ক্যারিসমা বা ম্যাজিক দেখানো হয় বিভিন্ন চোখের ধোকা এগুলো দেখানো কি যায়েজ? হিন্দুদের পূজার মেলার মাঠে অনেক মুসলিম দোকান দেয় এই দোকানের আয় কি হালাল হবে? আমাদের বাড়িতে অনেক পুরুষ হুট করেই ঢুকে পরে বাড়ির গেইট যদি লিখে রাখি যে, বিনা অনুমতিতে পুরুষদের প্রবেশ নিষেধ এই রকম লেখা কি ঠিক হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কোন ম্যজিক বা অন্য কোন কিছু দিয়ে ধোঁকা দেয়া “খেলা” না জায়েজ। খেল তামাশার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেন নি। ধোঁকা দেয়া খেলা বড় ধরণের ধর্মীয় ও সামাজিক অন্যায়। ২। পূজার মাঠে দোকান দেয়ার অর্থ হলো পূজায় সহযোগিতা করা। কোন মুসলিমের জন্য পূজায় সহযোগিতা করা হারাম। কারণ আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ৩। কারো বাড়িতে মালিকের অনুমতি ব্যতিত প্রবেশ করা ইসলামে নিষেধ। সুতরাং প্রয়োজনে “বিনা অনুমতিতে পুরুষদের প্রবেশ নিষেধ”, লিখতে সমস্যা নেই। ।