ডেলি এবং মিডর্জানি নামের দুটি ওয়েবসাইট আছে যেগুলোর তে গিয়ে একটা দৃশ্য বা অন্য কিছুর বর্ণনা দিলে বর্ণনা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে একটি ছবি বানিয়ে দেবে। যেমন একটা বাঘের মতো দেখতে হাতি বা কালো রঙের চাঁদ বা কালো রঙের তাজমহল ইত্যাদি যেকোনো ধরনের বর্ণনা অনুযায়ী আপনাকে কৃত্রিম বুদ্ধিমত্ত একটা ছবি বানিয়ে দেবে এখন আমার প্রশ্নগুলো যে এর মাধ্যমে কোনো প্রানির ছবি আঁকানো জায়েজ হবে কিনা?