আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6059

বিবাহ-তালাক

প্রকাশকাল: 1 সেপ্টে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একজন জেনারেল হেদায়েত প্রাপ্ত মুসলিম। আমি ভীষণভাবে হস্তমুইথুনে অভ্যস্ত, বিয়ে করতে চাচ্ছি, এখন বিয়ের কথা চলছে, আমি ইলেকট্রিক কাজ করি এবং ইলেকট্রিক সার্ভিসিং সেন্টার আছে, ইনকাম মাশাল্লাহ, আমি তিন লক্ষ টাকার মতো ঋনগ্রস্ত, ইসলামিক নিয়ম মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই অবস্থায় আমার কি বিয়ে করা উচিৎ হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গুনাহ থেকা বাঁচতে এখনই আপনাকে বিয়ে করা আবশ্যক। ঋন ধীর ধীরে পরিশোধ করে দিবেন।