আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6050

পবিত্রতা

প্রকাশকাল: 23 আগস্ট 2022

প্রশ্ন

আস-সালামুয়ালাইকুম । শাঈখ আমি ইসলাম নিয়ে বড় একটি মানসিক যন্ত্রণায় ভুগছি। আমি আগে সম্পূর্ণ দ্বীনদার ছিলাম। ইদানিং আল্লাহর প্রতি আমার কেন জানি রাগ! তাই নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ ছাড়ার কারণ হচ্ছে-আমার সময়ে অসময়ে টয়লেটে গেলে লজ্জাস্থান থেকে বীর্য বের হয়। কিন্তু আমি সারাদিনেও কোনো উত্তেজক চিন্তা করি না। ফলে আমি অপবিত্র থাকি। তাই মনে করছি । আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন না।তাই যাতে তার ইবাদত না করতে পারি।তাই তিনি এই রোগ দিয়েছেন। আমি এখন কি করব! আমি আল্লাহকে অনেক বলি, আল্লাহ আমাকে অন্য রোগ দাও। কিন্তু অপবিত্রতার রোগ দিয়োনা। আমি চাই তোমার ইবাদত করতে।আসলেই আমি ইবাদত করা ছাড়া অস্থিরতা অনুভব করি।কিছু একটা করুন শাঈখ। আল্লাহ কি আমাকে অপছন্দ করেন! তাই এই রোগ দিয়েছেন। সাহাবীদের জামানায় কারো কি এমন হয়েছে।আমাকে একটি সুন্দর সমাধান দিবেন ।দয়া করে।আমি আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই। আল্লাহর অনেক প্রিয়বান্দা হতে চাই। শাঈখ, কিন্তু অপবিত্রতা আমাকে ধ্বংস করে দিচ্ছে।চিকিতসা করেও কোনোভাবে ভালো হচ্ছেনা। আমার বয়স মাত্র ১৮।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনার প্রতি রহম করুন। আমার মনে হয় বীর্জ নয়, মজি নামক এক ধরণের পদার্থ বের হচ্ছে। এটা পেশাবের মত, শুধু ওযুকে ভেঙে দেয়। আর এই মজি বের হওয়ার সমস্যা আলী রা. ছিল, এটা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। কোন ক্রমেই নামায ছেড়ে দেয়া যাবে না। এটাকে পরীক্ষা মনে করে নামাযসহ সকল নেক আমল আরো বেশী বেশী করতে হবে।

বীর্জ তো এভাবে বের হওয়ার কথা নয়। আপনি 0162629405 নাম্বারে এশার পর ফোন দিবেন। যে কোন দিন।