হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রা. বলেন, অর্থ: রাসূলুল্লাহ সা. বলেছেন, ইফতারের সময় রোজাদার ব্যক্তির দুআ প্রত্যাখ্যাত হয় না। قال رسول الله صلى الله عليه و سلم إن للصائم عند فطره لدعوة ما ترد অর্থ: রাসূলুল্লাহ সা. বলেছেন, ইফতারের সময় রোজাদার ব্যক্তির দুআ প্রত্যাখ্যাত হয় না। অর্থ: রাবী ইবেন মুলাইকাহ বলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আমর ইবেন আস ইফতারের সময় এই দুআ করতেন, أفطر اللهم إني أسألك برحمتك التي وسعت كل شيء أن تغفر لي
সুনানু ইবনে মাজাহ, হাদীস নং ১৭৫৩। আল্লামা বুসিরি বলেন, সনদ সহীহ। তিনি যাওয়িদ এর মধ্যে কারণসহ ষিয়টি বর্ণনা করেছেন। শায়খ শুয়াইব আরনাউত বলেছেন, হাসান। শায়খ ফুয়াদ আবুদল বাকী বলেছেন, সহীহ। তবে শায়খ আলবানী যয়ীফ বলেছেন। তার অনুসরন করে কিছু মানুষ যয়ীফ বলেন। তবে অন্য সকলের বিপরীতে শায়খ আলবান রহ. এর কথা গ্রহনযোগ্য নয়। সুতরাং ইফতারের পূর্বে আপনি দুআ করতে পারেন। এছাড়া অন্য একটি সহীহ হাদীসে রোজাদারের দুআ কবুল মর্মে উল্লেখ আছে।