আসসালামু আলাইকুম, আস সুন্নাহ, বা কিতাব আস সুন্নাহ বইটি কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.এর ছেলের কিতাব?
এই কিতাবটি কি মক্কা ও মদিনার আলিমগন দ্বারা স্বীকৃত? এর ভিতরে যে কথা গুলো আছে তা কি ইসলামী আক্কীদা পরিপন্থি নয়? কয়েকজন আলেম/মুফতি এই বইয়ের বরাত দিয়ে বলছেন এটাই মক্কা ও মদিনার আলিমগন এর আক্কীদা এবং কুরান এবং হাদিস এর পরেই তারা এই ভ্রান্ত কিতাব এর গুরুত্ব দেয়। এই কিতাব সম্পরকে জানতে চাই ।