আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 603

ঈমান

প্রকাশকাল: 24 সেপ্টে. 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আস সুন্নাহ, বা কিতাব আস সুন্নাহ বইটি কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.এর ছেলের কিতাব?
এই কিতাবটি কি মক্কা ও মদিনার আলিমগন দ্বারা স্বীকৃত? এর ভিতরে যে কথা গুলো আছে তা কি ইসলামী আক্কীদা পরিপন্থি নয়? কয়েকজন আলেম/মুফতি এই বইয়ের বরাত দিয়ে বলছেন এটাই মক্কা ও মদিনার আলিমগন এর আক্কীদা এবং কুরান এবং হাদিস এর পরেই তারা এই ভ্রান্ত কিতাব এর গুরুত্ব দেয়। এই কিতাব সম্পরকে জানতে চাই ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আসসুন্নাহ কিতাবটি ইমাম আহমাদ ইবনে হাম্বলের ছেলে আব্দুল্লাহ কর্তৃক আকিদার বিষয়ে লিখা একটি কিতাব। কিতাবটির প্রথম অধ্যায়টি জাহমিয়া সম্প্রদায়ের আকিদার বিরুদ্ধে লিখা হয়েছে, সম্ভবত তাই খতিব বাগদাদী, ইমাম জাহবী ও অন্যান্য ইমামগন কিতাবটির নাম আররদ্দ আলাল জাহমীয়া বলে উল্লেখ করেছেন। এটি আকিদার বিষয়ে একটি গ্রহনযোগ্য কিতাব। কোন কিতাব গ্রহণযোগ্য হওয়ার অর্থ এই নয় যে তাতে কোন ভুল থাকতে পারেনা। কিতাবটি ড: মুহাম¥দ বিন সাঈদ উম¥ুল ক্বুরা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষকের অধিনে তাহক্বিক করে এর উপর ডক্টরেট অর্জন করেছেন। ড: মুহাম¥দ বিন সাঈদ তার তাহক্বিকে এই কিতাবের সকল হাদিস ও প্রত্যেক কথার প্রামান্যতা নিয়ে পর্যালোচনা করেছেন। আপনি এই বইটি সংগ্রহ করতে পারেন।