আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6027

জায়েয

প্রকাশকাল: 31 জুলাই 2022

প্রশ্ন

গত রমজানের শেষ দিকে আমাদের মসজিদে হোটেল, রেষ্টুরেন্ট, ক্লাবের মতো আলোক ঝার বাতি দিয়ে সজ্জিত করা হয়। তা এখন পর্যন্ত চালু আছে। মসজিদের ইমাম সাহেব এটা করার অনুমতি দিয়েছেন অর্থ্যাৎ জায়েজ বলেছেন। আমরা এর সহি সিদ্ধান্ত জানতে চাই। – মীম আবদুল জলীল, চরফ্যাশন, ভোলা।

উত্তর

মসজিদ ঝাড়বাতি দিয়ে সজ্জিত করা না-জায়েজ নয়। তবে ইবাদাতের চেয়ে ঐসব সাজ সজ্জার প্রতি যেন বেশী মনোযোগ না হয়। অতিরঞ্জিত কোন কিছু ভালো না, স্বাভাবিক সজ্জাতে সমস্যা নেই।