আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6008

হাদীস

প্রকাশকাল: 12 জুলাই 2022

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, আমার গ্রামের মসজিদের ঈমাম এর কেরাত আমার কাছে ভাল লাগে না। আমি ভাল কোন দূরের মসজিদে সালাত আদায়ের জন্য যেতে পারব গ্রামের মসজিদ ছেড়ে? আমার অভ্যাস যে কোন ক্ষেত্রেই ভাল জিনিসটাকে খোঁজা, যদি এমন আশংকা থাকে যে জামায়াত থেকে খারিজ হওয়ার, যেহেতু গ্রামের মসজিদে সালাত এর জন্য যাচ্ছি না? যদি একটু বুঝিয়ে বলেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এসব ক্ষেত্রে দূরে যেতে কোন সমস্যা নেই। সালাত যে কোন মসজিদে পড়লেই হবে। যেখানে আপনার ভাল লাগবে সেখানে পড়বেন। তবে কারো প্রতি বিদ্বেষের কারণে কোন মসজিদ বর্জন করা যাবে না।