আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5995

নামায

প্রকাশকাল: 29 জুন 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম। বাড়ির বাইরে যে কোনো জায়গায় তো আমরা মুসাফির হিসেবেই যাই, সেটা কাছে কিংবা দূরে হোক তখনও কি নামাজ কসর করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, বাড়ির বাইরে গেলেই কসর করা যাবে না। শরীয়ার দৃষ্টিতে সফর বলা হয় যদি ৪৮ মাইল বা ৭৯ কিলোমিটার বা তার চেয়ে দূরে সফর করা হয়। আর যদি এই দূরত্বের সেই স্থানে ১৫ দিনের কম সময় থাকার নিয়ত করা হয় তাহলে মুসাফির হয় এবং নামায যদি একাকী আদায় করে তাহলে কসর করবে অর্থাৎ চার রাকআত ফরজ নামাযগুলো ২ রাকআত আদায় করবেন। আর যদি স্থানীয় ইমামের পিছনে আদায় করে তাহলে পুরো ৪ রাকআতই আদায় করবে, কসর করবে না। ১৫ দিন বা তার চেয়ে বেশী দিন থাকার নিয়ত করলে কসর করা যাবে না। তবে রাস্তার মধ্যে কসর করতে হবে, ১৫ দিন অবস্থানের নিয়ত করুক বা না করুক।