আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5993

জায়েয

প্রকাশকাল: 27 জুন 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম জনাব, নামাজ ব্যাতিত সব সময় পড়ার জন্য এই ছোট দুরুদ পড়া কি জায়েজ, দয়া করে জানাবেন? এতে দুরুদ পড়ার নিয়ম এবং হক কি আদায় হবে? ১) الَّلهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ ২) اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।জ্বী, এই দরুদ দুটি পড়া জায়েজ এবং এতে দরুদ পড়ার হক আদায় হবে।