আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5992

ঈমান

প্রকাশকাল: 26 জুন 2022

প্রশ্ন

আমার চার জনের পরিবার, আমি একা ইনকাম করি, অন্য কোন ইনকাম নেই, আমার কর্মের কারণে রোজ এক দুই ওয়াক্ত নামাজ কাজা হচ্ছে, আমার কি কাজ ছেড়ে দেওয়া উচিত? এখনও আমার এক লাখ টাকা ঋন আছে, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি ২৩ সালে কাজ ছেড়ে দেব, এমত অবস্থায় আমার কী করা উচিত? 

উত্তর

কেন কাজা হচ্ছে লিখলে উত্তর দেয়া সহজ হতো। নামাযের জন্য ৮-১০ মিনিট সময় বের করা তো খুব বেশী কঠিন হওয়া কথা নয়। প্রকৃতপক্ষেই যদি কাজের কারণে যদি ওয়াক্ত মত নামায আদায় করা সম্ভবন হয়, নিয়মিত কাজা হয় তাহলে এই কাজ করা জায়েজ হবে না। অন্য কোজ কাজ করতে হবে যেখানে ঠিকমত ইবাদত করা যায়। আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ভরসা রেখে চলতে হবে। আল্লাহ অবশ্যই ভাল ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।