আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5988

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 জুন 2022

প্রশ্ন

জনাব, আমি আর কিছুদিনের মধ্যে চাকরির জন্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহন করবো। এই পরীক্ষার জন্য আমি একটা কোচিং-এ ভর্তি হয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে এই কোচিং-এর অর্থ পরিশোধ করেছিলাম হারাম অর্থ দিয়ে। এমতাবস্থায় এই কোচিং করার কারণে যদি আমি আলাদাভাবে পরীক্ষাতে ভালো করি, সেক্ষেত্রে কি আমি অন্য কারো প্রতি অন্যায় করছি যে হয়তোবা কোচিং করতে পারে নি টাকার অভাবে? এই চাকরিতে থেকে আমার উপার্জিত অর্থ কি হালাল হবে? দয়া করে জানাবেন। দারুন মনঃকষ্টে আছি।

উত্তর

হারাম অর্থ দিয়ে কোচিং করার কারণে আপনি গোনাহগার হবেন। আল্লাহর কাছে উক্ত গোনাহের জন্য তওবা করে ক্ষমা চাইবেন। তবে চাকুরী যদি হালাল কাজ হয় তাহলে চাকুরী করে উপার্জিত অর্থ হালাল হবে ইনশাআল্লাহ।