আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5983

বিচার আচার

প্রকাশকাল: 17 জুন 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আমি আমার বন্ধুর পক্ষ থেকে আপনাদের ম্যাসেজ দিচ্ছি। বন্ধুর বাবা মার মধ্য অনেক ঝামেলা হয় যদিও আমাদের বয়স ২১ বছর এবং একজন বড় বোন আছে। আন্টি অনেক দ্বীনি দার একজন মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন সময়ে সময়ে ইবাদাত করেন। আঙ্কেল মাঝে মাঝে মারধর করে এবং অকথ্য ভাষায় কথা বলে। আঙ্কেল কোনো কাজ কর্ম করেন না তিনি সম্পূর্ণ আন্টির উপর ডিপেন্ড থাকতে চায়। অনেক কষ্টে আন্টি টাকা ম্যানেজ করে, তিনি জামা কাপড় বানানোর কাজ করে থাকে। এইসব কাজে তিনি বাহিরে গেলে সামান্য দেরি হলে আঙ্কেল সন্দেহ করেন যে কার বাড়িতে আছে আর এতক্ষন কি করে আবার বড় মেয়ের বিয়ে হয়েছে মেয়ে জামাই কে নিয়েও তার সন্ধেহ কাজ করে। আগে আপু আর আন্টি কাজ করে মোটামুটি আয় হত এখন আপুর বিয়ে হয়ে গেছে বিয়েতে সাধারণত ধার দেনা হয় কিন্তু আঙ্কেল যেহেতু কিছুই করছে না তাই আপু বাধ্য হয়ে আবার বাপের বাড়ি এসে পূনরায় কাজ করছে যতদিন না তার বিয়ের ধার দেনা পরিশোধ হচ্ছে। আঙ্কেল চায় যে তার বড় মেয়ে কাজ করবে স্ত্রী কাজ করবে উনি বসে খাবে। উনি যে কাজ করত সেখানেই মন দিয়ে কাজ করে না। শেষ মেষ বাদ দিয়েছে। তারপরেও আন্টির দ্বারা কোনো ভুল হলে উনি অনেক রাগান্বিত হয়ে যায়, মাঝে মাঝে এমনও বলে বাসায় একা পেলে মেরে ফেলবে আন্টি অনেক ভয়ে থাকে এইসব নিয়ে। উনাকে দেখার মত কেউ নেই যেমন বাবা মা ভাই বোন কেউ নাই। তাই উনি সব কিছু সহ্য করে যাচ্ছেন কিন্তু আল্লাহ’র ভয়ে আন্টি আংকেল কে কিছু বলেন না। এখন এমন অত্যাচার এর মধ্য আন্টির কি করা উচিৎ? তার অনেক বয়স হয়েছে তার দ্বারা এইসব আর সম্ভব হচ্ছে না উনি তালাক চাচ্ছে কিন্তু তার স্বামী দিচ্ছে না। তিনি এক সমাধান চাচ্ছে এই বিপদ থেকে বের হয়ে আসার জন্য।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনার আন্টির উপর রহম করুন, তার সব বিপদ দূর করুন। আমাদের পরামর্শ হচ্ছে তিনি তার স্বামীর থেকে আলাদা থাকুন। নিজের মত আয় করে সংসার চালান। স্বামীর সাথে থাকার দরকার নেই। তালাক নেওয়ার দরকার নেই। এরপর যদি সেই লোক ভালো ব্যবহার করতে চায় বা তার অবস্থা পরিববর্তন হয় তাহলে আবার আপনার আন্টি তার কাছে থাকবে। তালাক হলে ঐ লোকের ভাল হওয়ার আর কোন সুযোগ থাকবে না।