আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 598

নামায

প্রকাশকাল: 19 সেপ্টে. 2007

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমাকে একজন বোন বলেছেন, প্রতি ফরজ নামাজের পর যদি কেউ সুরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং সুরা এমরান এর ১৮,২৬,২৭,আয়াত পড়ে তাহলে অনেক ফজিলতের কথা বলেছেন – আল্লাহ গোপন চোখ্ দিয়ে তার প্রতি ৭০ বার রহমতের দৃষ্টি দান করেন। এই আমলটা কতটা সহীহ — এটা কি করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদিসটি জাল, ভিত্তিহীন। ইবনে হিব্বান (র:) (আল মাজরুহীন ১/২১৮) তবে পাঁচ ওয়াক্ত নামাযের পর আয়াতুল কুরসী পড়ার বিষয়ে রাসুল (সা:) থেকে বর্ণিত আছে তিনি বলেন যে ব্যাক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসী পড়বে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। (তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীস নং ৭৫৩২। হাদীসটি সহীহ। আর অন্যান্য আয়াত সম্পর্কে যে ফাজায়েল বলেছেন এগুলো সম্পর্কে আমাদের জানা নেই।