আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5978

হালাল হারাম

প্রকাশকাল: 12 জুন 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি সদ্য দিনে ফেরা একজন প্র্যাকটিসিং মুসলিম। আমি একটি কোম্পানিতে চাকরি করি। কোম্পানি অনলাইন ভিত্তিক আর এখানে ফেসবুক মার্কেটিং হওয়ার কারণে আমাদের বেশিরভাগ কাস্টমার হচ্ছে মেয়ে যাদের সাথে মেসেঞ্জারে মেসেজ এ কথাবার্তা বলতে হয় এবং বিভিন্ন সার্ভিস সম্পর্কে অবগত করতে হয় এবং বিভিন্ন সার্ভিস দিতে হয়। এছাড়া অনেক ক্ষেত্রে ফোনে তাদের সাথে কথা বলতে হয়। এছাড়া আমাদের বিভিন্ন প্রোডাক্ট এর বিজ্ঞাপনে ক্ষেত্রে মেয়ের ছবি দিয়ে ওয়েবসাইটে উপস্থাপন করা হয়। মেয়ের ছবিসহ প্রোডাক্ট এর ওয়েবসাইটে উপস্থাপন এই কাজটা আমি করি না। আমি শুধু কাস্টমার সাথে যোগাযোগ করি। এখন আমার প্রশ্ন হচ্ছে এই কোম্পানিতে চাকরি করা আমার জন্য জায়েজ হবে কিনা? আমার ইনকাম কি হালাল না হারাম হবে। এ সম্পর্কে জানালে অনেক উপকৃত হতাম। জাযাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়েদের পর্দবিহীন ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়া জায়েজ নেই। তবে পণ্য যদি হালাল হয় তাহলে শুধু না জায়েজ বিজ্ঞাপনের কারণে এর বেচা-কেনা হারাম হবে না। এখানে চাকুরী করা বৈধ হবে, আয় উপার্জনও বৈধ। তবে মেয়েদের সাথে কথা বলার কারণে আপনার যদি কোন পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এই চাকুরী বাদ দিয়ে আরো অধিকতর স্বচ্ছ কোন কাজ করবেন।