আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5976

ঈমান

প্রকাশকাল: 10 জুন 2022

প্রশ্ন

আমি নামাজে দাঁড়িয়ে মাঝ মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কে নিয়ে অনুমান বা কল্পনা করি এমতাবস্থায় আমার নামাজ হবে কি?

উত্তর

এসব অনুমান বা কল্পনা বর্জন করুন। একাগ্র চিত্তে নামায আদায় করার চেষ্টা করতে করুন। তবে এমন কল্পনা আসলেও নামায আদায় সহীহ হবে।