আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5959

আকীদা

প্রকাশকাল: 24 মে 2022

প্রশ্ন

আমি একজন থেলাসেমিয়া রোগী,,বয়স ৩০বছর, সরকার থেলাসিমিয়ার রোগীকে বিবাহ না করার জন্য মোবাইলে মেসেজ দিচ্ছে,,, কারন বিবাহের মাধ্যমে নাকী এ রোগের বিস্তার ঘটে, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? আমি কি এখন বিবাহ করবো নাকি বন্ধ রাো?? 

উত্তর

আপনি একজন দ্বীনদার চিকিৎসকের পরামর্শ নিন। তিনি যদি বলেন বিবাহের মাধ্যমে অন্যের মধ্যে রোগের বিস্তার ঘটবে তাহলে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, সুস্থ হলে বিয়ে করবেন।