আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5957

জায়েয

প্রকাশকাল: 22 মে 2022

প্রশ্ন

আমি প্রতিদিন ট্রেনে করে কমলাপুর থেকে এয়ারপোর্ট এবং অফিস শেষে এয়ারপোর্ট থেকে কমলাপুর আসি। কমলাপুর থেকে যাওয়ার সময় ট্রেনের টিকেট ক্রয় করি।কিন্তু এয়ারপোর্ট থেকে আসার সময় আমি আর টিকেট কাটি না। এর কারন হল অনেক মানুষ আসার সময় কমলাপুর পর্যন্ত টিকেট কাটে কিন্তু তারা কমলাপুর না গিয়ে এয়ারপোর্ট নেমে যায়। তো আমি তাদের সিটে বসে চলে যাই। এক্ষেত্রে কি আমার এইভাবে যাওয়াটা জায়েজ হবে?

উত্তর

না, জায়েজ হবে না। আপনাকে টাকা দিতে হবে। তবে যদি কেউ সেখানে নেমে আপনাকে তার সিটে বসায় সেটা ভিন্ন কথা। তখন আর টাকা দিতে হবে না, টিকেট কাটতে হবে না।