আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5952

নামায

প্রকাশকাল: 17 মে 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি স্কয়ারে মার্কেটিং জব করি, সেহেতু ৮০ থেকে ২০০ কি.মি পর্যন্ত জার্নি করতে হয়। রাতে আবার বাসায় ফিরে আসি। আমি মুসাফির কিনা? এবং আমাকে নিয়মিত একটা রুটে যেতে হয়। আমি ভিত থাকি পূর্ণ সালাত আদায় করে সুন্নাত বর্জন করছি না তো। দয়াকরে আমায় জানাবেন আমি মুসাফির কিনা? আর সালাত কিভাবে পড়বো, সুন্নাত পড়বো কিনা?

উত্তর

উত্তর: ওয়া আলাইকুমুস সালাম। ৮০ কিলোমিটার বা তার চেয়ে বেশী দূরা যাওয়ার নিয়ত করে বাড়ি দেখে বের হলে রাস্তায় যদি একাকী নামায আদায় করেন তাহলে কসর করবেন অর্থ্যাৎ চার রাকআত বিশিষ্ট ফরজ নামাযগুলো ২ রাকআত পড়বেন। সময় থাকলে সুন্নাত পড়বেন। মুসাফির অবস্থায় সুন্নাত পড়তে কোন বিধিনিষেধ নেই। তবে স্থানীয় ইমামের পিছনে জামাতে নামায আদায় করলে পুরো নামায আদায় করবেন।