আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5950

জাদু-টোনা

প্রকাশকাল: 15 মে 2022

প্রশ্ন

আমার এলাকার এক মসজিদের ইমাম মানুষকে তাবিজ দেন। আর কেউ উনার কাছে কোনো শারিরীক অসুস্থতা নিয়ে গেলে উনি একটা পিতলের বদনা, কাগজ আর ছোট একটি কুরআন শরিফ নিয়ে কি জানি পড়েন তারপর বদনা নিজে নিজেই একটি রোগের নাম লেখা কাগজের দিকে ঘুরে যায়। এভাবে তিনি চোরও ধরিয়ে দেন। আমার প্রশ্ন হলো উনার পিছনে নামাজ পড়া কি জায়েজ হবে? জাজাকাল্লাহু খাইরান।

উত্তর

ভালো বিশুদ্ধ আকীদার ইমামের পিছনে যদি নামায আদায়ের সুযোগ থাকে তাহলে তার পিছনে পড়বেন। আর যদি সেই সুযোগ না থাকে তাহলে অগত্যা এমন ফাসেক ইমামের পিছনেই নামায আদায় করতে হবে। জামাত ত্যাগ করা যাবে না।