আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5947

সালাত

প্রকাশকাল: 12 মে 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম, হুজুর আমি একজন ছাত্রী। আমাদের অনেক পড়া থাকে তাই মাঝে মাঝে আযানের ৩০ মিনিট পর নামাজ (এশা, জোহর) পড়ি। কিন্তু আমার উত্তম সময়ে নামাজ পড়ার ইচ্ছা, অনেকেই বলে আযানের সাথে সাথে নামাজ পড়া উত্তম। অনুগ্রহ করে আমাকে নামাজ এর উত্তম সময় বলে দিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যুহরের সালাত তাড়াতাড়ি পড়া মুস্তাহাব (উত্তম) আর এশা দেরী করা মুস্তাহাব। রাতের একতৃতীয়াংশ পর্যন্ত দেরী করতে পারেন।