আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5936

গুনাহ

প্রকাশকাল: 1 মে 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, হুজুর যদি আমি প্রতিজ্ঞা করি আমি এই গুনাহের কাজ আর করবো না, আল্লাহ এই কাজটি আর করবো না। এবং আমি যদি ঐ গুনাহের কাজটি আবার করে ফেলি অর্থাৎ প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলি তাহলে কি আমি বড় ধরনের মুনাফিক হয়ে যাবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাশ। দৃঢ় প্রতিজ্ঞা করার পরও কোন গুনাহের কাজ আবার হয়ে গেলে আবার তওবা করতে হবে। আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি এটাকে অভ্যাস বানিয়ে ফেলা হয় তাহলে এটা বড় ধরণের অপরাধ।