আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নটা অনেক বড় কষ্ট করে একটু ধৈর্য নিয়ে পড়িয়েন। আমার বাবা ফরজ ইবাদত গুলো একটা ও আদায় করে না আর আমার মা সব ফরজ ইবাদত গুলো মা শা- আল্লাহ পালন করে।আমার বাবা আমার দাদা থেকে অনেক সম্পদ পেয়েছিল মা শা- আল্লাহ। আমার বাবাকে ছোট বেলা থেকে দেখছি অনেক টাকা, সম্পদ নষ্ট করতে। তিনি আমার মাকে অনেক অত্যাচার করতো এবং এখনো ধমক, চিৎকার-চেচামেচি করে।ছোটবেলা আমাদেরকে রেখে এদিক সেদিক চলে যেতেন। স্ত্রী সন্তানদের হক তিনি কখনোই আদায় করেনি।তারপরও আলহামদুলিল্লাহ দ্বীনি জ্ঞান থাকায় ওনাকে যথেষ্ট সম্মান দি কিন্তু তার মর্ম তিনি বুঝেনা। টাকা পয়সা,গয়না সব নিয়ে গিয়ে বিভিন্ন খারাপ কাজ করেছেন। বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মামলা খেয়েছেন আর আমার মা বিভিন্ন কোর্টে গিয়ে সব ঝামেলা শেষ করতো। আমাদের সন্তানদের নামে আমার মায়ের নামে আত্মীয়, প্রতিবেশীর কাছে মিথ্যা কথা বলে বদনাম করে।আমার মাকে ঘুমে থাকা অবস্থায় মাথায় আঘাত দিয়ে ৭ টা সেলাই পর্যন্ত দেয়াই নেওয়াইছে তারপর ও আমার মা ধৈর্য ধারণ করেছে তারপরও মা কোনো শাস্তি দেয় নাই শুধু ৩ সন্তান আর সম্মানের কথা ভেবে। এছাড়া ও আরো অনেক অত্যাচারের শিকার আমার মা ও আমরা তিন ভাই বোন হয়েছি। এখন আমাদের জীবন অতিবাহিত করার মতো তেমন কোনো পথ নেই। আরো ১৫০ শতকের মতো জায়গা আছে সেগুলো তিনি বিক্রি করলে সেই আবার আগের মতো টাকা গুলো নস্ট করবে, অল্প কিছু টাকা একটা যানবাহন থেকে আসে সেটা নাকি তিনি বিক্রি করে দিবে। ওটা বিক্রি করলে আমাদের কোনো রকম করে খেয়ে বাঁচার ও কিছু থাকবে না। প্রশ্ন ১ঃ আমার মাকে মারার সময় আমরা সন্তানরা বাঁচাতে গিয়ে বাবাকে চাপ দিয়ে ধরে রাখলে বা কোনো রকম ভাবে দমাই রাখলে কি গুনাহ হবে? প্রশ্ন ২ঃ বাবাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করি তিনি উল্টো ধমক, চিৎকার-চেচামেচি করে। দেখা যায় মাঝে মাঝে আমিও চিৎকার-চেচামেচি করি। এতে কি গুনাহ হবে? আর কত উল্টা পাল্টা সহ্য করবো। প্রশ্ন ৩ঃ আশেপাশের অনেকেই বুদ্ধি দেয় যে বাকি সম্পদ যা আছে তা জোর করে হলেও আমার মা এবং আমরা সন্তানদের নামে লিখে নিয়ে ফেলতাম না হয় সে সম্পদগুলোও নস্ট করবে। এমন করা কি জায়েজ হবে?