আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5927

সালাত

প্রকাশকাল: 22 এপ্রিল 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম কেমন আছেন, ৪ বা ৩ রাকাত বিশিষ্ট নামাজে ভুলে ২ রাকাত পরে সালাম ফিরালে কি পুনরায় পুরা নামাজ পড়তে হবে নাকি ২ রাকাত পরে সাহু সেজদা দিলে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চার বা তিন রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি ভুলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার করণীয় হন্ত নামাজ পরিপন্থি কোনো কাজ করে না থাকলে সাথে সাথে দাড়িঁয়ে যাবে এবং অবশিষ্ট রাকআতগুলো শেষ করবে। নামাজ শেষে সাহু সেজদা করে দিবে। হাদিস শরিফে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ أَوِ الْعَصْرَ فَسَلَّمَ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهَ أَنَقَصَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ “ أَحَقٌّ مَا يَقُولُ ”. قَالُوا نَعَمْ. فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ

‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) আমাদের নিয়ে যোহর বা আসরের সালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন। তখন যুল-ইয়াদাইন (রা.) তাঁকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল! নামাজ কি কম হয়ে গেল? রাসূল (সা.) তাঁর সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, সে যা বলছে, তা কি ঠিক? তাঁরা বললেন, হাঁ। তখন তিনি আরও দু’ রাকআত নামাজ আদায় করলেন। পরে দু’টি সিজদা করলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১২২৭]