আসসালামু আলাইকুম ওয়া …আমার পরিবারের কিছু সদস্য আছে বেনামাজি, movie দেখে, টিকটক দেখে, নাটক দেখে তাদের টাকার কোনো খাবার বা জিনিসপত্র ব্যবহার করতে একদম ইচ্ছে করে না। আমি জানি খারাপ ব্যবহার করলে গুনাহ হয় কিন্তু এটা জানা সত্ত্বেও আমি কিছুতেই তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি না, তাদের প্রতি আমার অনেক রাগ, হিংসা, অহংকার। আমি কিছুতেই এধরনের ব্যবহার ত্যাগ করতে পারছি না, যার কারণে আমি খিটখিটে মেজাজের হয়ে গেছি। অর্থাৎ আমার প্রত্যেকটা কথায় ধমকের স্বর এবং রাগান্বিত ভাব। আমি ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যাচ্ছি। অনুগ্রহ করে আমাকে করণীয় কাজ, দোয়া, মাসায়েল সম্পর্কে বলেদিন।