আসসালামু আ’লায়কুম, শাইখ। আমার প্রশ্ন- ১। নামাজে কোনো শব্দ করলেই কি নামায ভেঙে যাবে,নাকি এখানে ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত বিবেচিত হবে? ২।যদি আমার মা কোনো কারণে আমার উপর রেগে যায় এবং কোনো কৈফিয়ত চাইতে থাকে আর তখন আমি যদি চুপ করে থাকি,কোনো জবাব না দিই,তবে কী বেআদবি হবে?