আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5919

বিবিধ

প্রকাশকাল: 14 এপ্রিল 2022

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ। আমার প্রশ্ন- ১। নামাজে কোনো শব্দ করলেই কি নামায ভেঙে যাবে,নাকি এখানে ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত বিবেচিত হবে? ২।যদি আমার মা কোনো কারণে আমার উপর রেগে যায় এবং কোনো কৈফিয়ত চাইতে থাকে আর তখন আমি যদি চুপ করে থাকি,কোনো জবাব না দিই,তবে কী বেআদবি হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইচ্ছা ও অনিচ্ছাকৃত কথা বললে নামায নষ্ট হয়ে যাবে, হালাক শব্দ করল নামায ভঙ্গ হবে না। ২। কোন অপরাধ করার কারণে মা যদি রেগে যায় তাহলে সঙ্গে সঙ্গে বিনয়ী হয়ে মাফ চেয়ে নিবে। চুপ থাকা কখনো ভালো, কখনো ভালো নয়। সার্বিক অবস্থার উপর এটা নির্ভার করে।