আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5912

জায়েয

প্রকাশকাল: 7 এপ্রিল 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতু, হুজুর খাবার খাওয়ার সময় মোবাইল হাতে কিংবা পাশে রেখে ওয়াজ/গজল শুনা কিংবা দেখা যাবে?

উত্তর

ওয়া আলাইকুুমুস সালাম। মোবইল দেখতে দেখতে খাবার খাওয়াতে শরয়ী কোন নিষেধাজ্ঞা নেই। তবে খাবার খাওয়ার সময় অন্যদিকে থাকলে খাবার খাওয়াতে জটিলতা সৃষ্টি হতে পারে। অনেক সময় মাছের কাটা, গোশতের হাড্ডি, মরিস, তরকারীর খোঁসা এগুলো খাবারের মধ্যে থাকে, সেগুলো আলাদা কর ফেলে দিয়ে খাবার খেতে হয়। সুতরাং খাবারের সময় অন্য কোন দিকে না তাকানোর শরীরের জন্য ভালো।