আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5902

বিবিধ

প্রকাশকাল: 28 মার্চ 2022

প্রশ্ন

আসসালামু আ’লায়কুম, শাইখ, আমি রুকু বা সিজদা থেকে উঠে দাঁড়ানোর বা বসার আগেই ইমাম সাহেব সিজদায় চলে যান বা সেদিকে যেতে আরম্ভ করেন তবে আমার সালাত কী হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, অঅপনার সালাত হয়ে যাবে তবে আপনি রুকু থেকে সোজা দাঁড়াবেন, সাজদা থেকে উঠে ভালো করে বসে তারপর আবার সাজাদাতে যাবেন।