আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5896

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 মার্চ 2022

প্রশ্ন

আস সালামু আলাইকুম,শায়েখ আমি বর্তমেনও কিছু টাকা ঋণ অবস্থায় আছি। এই অবস্থায় আমার কিছু ছোট ভাই একপর্যায়ে জোর করেই আমাকে রাজি করিয়েছে আমি তাদেরকে খাওয়াবো। খরচ হয়তো ১০০০ টাকার মতো হবে। আমার জন্য এটি এখন কষ্টকর। তবে আমার কাছে কিছু সুদী ব্যাংক এর সুদের টাকা আছে। সেখান থেকে তাদের খাওনো যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, সুদের টাকা দিয়ে খাওয়াতে পারবেন না। আল্লাহ কুরআনে বলেছেন,

يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعْمَلُواْ صَٰلِحًا ۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

হে রাসূলগণ! তোমরা উত্তম খাবার ভক্ষন করো এবং সৎ আমল করো, নিশ্চয় আমি তোমাদের আমল সম্পর্কে অবগত। সূরা মূমিনুন, আয়াত ৫১।