আসসালামু আ’লায়কুম, শাইখ। ১। মনে করুন, কোনো শিরকি বা বিদআতি বা কুফরি উৎসব এর আগমনের কারণে কিছু জিনিস বিক্রি করা হচ্ছে। এখন, ঐ জিনিসটি যদি মূলত হালাল হয় তবে কী ঐ স্থান থেকে ঐ জিনিস কেনা যাবে? আমার বাসায় একটা মোমবাতি আনা হয়েছে,যা পূজা উপলক্ষে বিক্রি করা হচ্ছিল। এখন, ঐ মোমবাতি যদি আমি না জালিয়ে অন্য কেউ জালায় তবে আমি কী ঐ মোমবাতির আলো দিয়ে দেখতে পারবো? ২।যদি জামাতে সালাত আদায়কালীন মুক্তাদি ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ দেয় তবে তা করণীয় কী?আর রুকু ও সিজদা থেকে ওঠার পর দাঁড়ানো বা বসা যদি ইমামের সাথে না হয়,অর্থাৎ আমি ওঠার আগে ইমাম সিজদায় চলে যান তবে আমার সালাত কী হবে?