আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 589

যিকির দুআ আমল

প্রকাশকাল: 10 সেপ্টে. 2007

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার একমাত্র ছেলেটি বাকপ্রতিবন্ধী। তার মুখের ভাষা বা কথা আনার জন্য কুরআন বা হাদীসে বিশেষ কোন দুআ আছে কিনা? জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অটিজম এমন একটি মানসিক রোগ উনবিংশ শতাব্দির পূর্বে যার নাম শুনা যায় নি। বর্তমানে এর কিছু চিকিৎসা বের হলেও তেমন উন্নত চিকিৎসা আমাদের জানা মতে এখনো বের হয়নি।আপনি রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় বেশী বেশী পাঠ করুন। এছাড়া কুরআনের এই দআটিও সালাতে এবং অন্যান্য সময় বারবার পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনার সব সংকট দূর করে দেন।