আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5874

যিকির দুআ আমল

প্রকাশকাল: 28 ফেব্রু. 2022

প্রশ্ন

আমি ঋণগ্রস্থ একজন ব্যাক্তি সবশেষ আল্লাহর উপর ভরসা করে এখন পাঁচওয়াক্ত নামাজ পড়ি এবং সকালে সন্ধায় এই জিকির বা দুআগুলো পড়ি আমার এই দুআগুলো সাজানো ঠিক আছে কিনা জানালে খুব উপকৃত হবো ইনশাআল্লাহ এবং এই ছোট দরুদটা পড়লে হবে কিনা ১] সুবহানাল্লাহ = ১০০ বার। ২] আলহামদুলিল্লাহ = ১০০ বার। ৩] লা-ইলা-হা ইল্লাল্লাহু = ১০০ বার। ৪] আল্লাহু আকবার = ১০০ বার। ৫] আস্‌তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাহি = ১০০ বার ৬]সূরা আল ফাতিহা = ৩ বার। ৭] সূরা ইখলাস = ৩ বার। ৮] ইসমে আজম = ১ বার। ৯] দরুেদ ইব্রাহিম ১ বার। ১০] দরুদ – সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম=১০০ বার। ১১] লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কনতু মিনাজ্ব যলিমিন। = ১০০ বার। ১২] আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হজান ওয়া আউজুবিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউজুবিকা মিনাল জুবুনি ওয়াল বুখলি ওয়া আউজুবিকা মিনন গলাবাতিত দাইনি ওয়া কাহরির রিজাল। = ৭ বার। ১৩] সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি = ১০০ বার। ১৪] লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ=১০০বার ১৫] =দরুেদ ইব্রাহিম ১ বার। ১৬] দরুদ – সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম=১০০বার। ১৭] সূরা আল ফাতিহা =৩ বার

উত্তর

এগুলো আপনি পড়তে পারেন। এভাবে সাজিয়েও পড়তে পারেন। আগে পরে করেও পড়তে পারেন । তবে এগুলো একসাথে পড়ার বা এভাবে সাজিয়ে পড়ার বা সংখ্যা নির্দিষ্ট করার (যেগুলো সংখ্যাগুলোর বিষয়ে হাদীস নেই, সেগুলোর) বিশেষ কোন ফজিলত আছে এমনটি মনে করবেন না।