আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5873

হালাল হারাম

প্রকাশকাল: 27 ফেব্রু. 2022

প্রশ্ন

চ্যাটিংয়ে ‘ইমোজি’ এর ব্যবহার সম্পর্কে শর’য়ী কোন বিধি নিষেধ আছে কী? মুহতারাম শায়েখ,বর্তমান সময়ে অনলাইন যোগাযোগ মাধ্যম গুলোতে মেসেজিং বা চ্যাটিংয়ের সময় আমরা (হাসি কান্না দুঃখ রাগ ) ইত্যাদি নানা অঙ্গভঙ্গির ইমোজি ব্যবহার করে থাকি। এ বিষয়ে শরয়ী দৃষ্টিভঙ্গি জানতে চাই

উত্তর

এগুলো ব্যবহার বৈধ বলে মনে হয়। এখানে ধর্মীয় বিধি বিধানের সাথে সাংর্ঘষিক তেমন কিছু আছে বলে মনে হচ্ছে না। একটি বিষয়কে ছবি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তারপরও এগুলো ব্যবহার না করে উচিত বলে মনে করি। কারণ এখানে মানুষের মুখের ছবি হালকা হলেও প্রকাশ পায়।