আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 587

বিবিধ

প্রকাশকাল: 8 সেপ্টে. 2007

প্রশ্ন

মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ ওয়েস্টার্ন দেশের মত ইদানিং কালে সমকামিতার অভিশাপ বাংলাদেশে ও ছড়িয়ে পরেছে। তাদের অধিকার নিয়ে কিছু লোক কাজ করতে গিয়ে আল্লাহর বিধানকে অমান্ন করছে। এটাকে তারা অপরাধ মনে করছে না বরং অধিকার মনে করছে। এমাতবস্থায়, এই সম লোক মারা গেলে, তারা যদি আমাদের আত্তীয় বা প্রতিবেশি হয় তবে কি তাদের জানাজায় আমরা অংশ নিতে পারব? বা তাদের জন্য দুয়া করা জায়েজ হবে? কুরআন ও সুন্নাহর আলোকে জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। যারা এই বিষয়টি অপরাধ মনে করে না তারা ইসলামের দৃষ্টিতে মুসলিম নয়। সুতরাং তাদের জানাযা পড়া যাবে না। আর যদি তারা বিষয়টিকে অপরাধ মনে করে তবুও তাদেরকে বর্জন করা উচিত, যাতে তারা এই গর্হিত কাজ থেকে ফিরে আসে। রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِه অর্থ: যাদেরকে তোমরা দেখবে লূত আ. এর সম্প্রদায় যে কাজ করেছে সেই কাজ করতে (সমকাম করতে) তাহলে তোমরা উভয়কেই হত্যা করবে। সুনানু তিরমিযী, হাদীস নং১৪৬৫; সুনানু আবু দাউদ, হাদীস নং ৪৪৬৪। হাদীসটির সনদ নিয়ে কথা আছে। তবে শায়খ আলবানী সহীহ বলেছেন। হাসান বসরী, আতা ইবনে আবী রবাহ, ইমাম আবু হানীফা রহ.সহ অনেকে এই হাদীসটির উপর আমল করার কথা বলেছেন।