আমি মেয়ে অবিবাহিত বয়স ২৬। পারিবারিক ভাবে বিয়ের জন্য পাত্রে খোঁজা হচ্ছে। তবে ব্যক্তিগত ভাবে পাত্র হিসেবে একটু পরিশ্রমি ছেলেই পছন্দ করি যারা খুব সাধারণ। তবে তা আমার বাবা মা পছন্দ করেন না। তারা যে কোন পেশাদার পাত্র যাদের প্রচুর অর্থ সম্পদ আছে তাদেরকে বিয়ে করার জন্য রীতি মতো আমাকে জোর করেন। অনেক রাগা রাগি বা তাদের ঠান্ডা ভাবে বুঝানোর চেষ্টা করে ও আমি পারি নি। যত দিন পার হচ্ছে আমার জন্য তাদেরকে বুঝানো কঠিন হচ্ছে। এই ক্ষেত্রে ইসলামিক ভাবে আমার করনিও কি?