আসসালামু আলাইকুম। অনেকেই বলে যে বিয়ে করা নাকি ফরজ। কিন্তু আমি জানি যে বিয়ে করা ব্যক্তি অনুযায়ী ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব হতে পারে। এমনকি কেউ বিয়ে নাও করতে পারে। সঠিক কোনটা হবে দয়া করে জানাবেন। এবং আমি আরো জানতে পেরেছি যে ইমাম ইবনু তাইমিয়্যাহ ও ইমাম নববী (রহঃ) নাকি সারাজীবন কোনো বিয়ে করেননি। এ কথাটি কি ঠিক দয়া করে জানাবেন।