আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5857

বিবাহ-তালাক

প্রকাশকাল: 11 ফেব্রু. 2022

প্রশ্ন

আমার বোনের স্বামী প্রবাসে থাকেন। মোবাইলে কথা বলার সময় আমার বোনের স্বামী তালাক শব্দটি ২-৩ বার উল্লেখ করেন। আমার বোনের ছোট একটি বাচ্চা আছে। কোরআন হাদিসের আলোকে জানাবেন এখন তাদের সংসার করতে ধর্মীয় কোন সমস্যা আছে কিনা

উত্তর

যদি বলে তালাক দিলাম বা তুমি তালাক আর ৩ বার বলে তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, নতুন করে বিবাহের সুযোগ নেই। ২ বার বললে ইচ্ছা করলে আবার সংসার করতে পারবে। পরে কোন সময় ১ বার তালাক দিলে চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে। প্রয়োজনে 01762629405 যে কোন দিন এশার পর।