আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5854

বিতর

প্রকাশকাল: 8 ফেব্রু. 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হল_ বিতর সালাতে দুই হাত তুলে দোয়ায়ে কুনুত কি বাংলায় পড়া যাবে। হাদিসে বর্নিত কুনুত পড়ার পরে বা আগে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাতের মধ্যে আরবী বাদে অন্য ভাষায় দুআ পড়া জায়েজ কিনা এই নিয়ে মতভেদ আছে। সবচেয়ে উত্তম হলো হাদীস বর্ণিত দুআ কুনুত আরবীতে পড়বেন। সালাতের মধ্যে সকল দুআ আরবীতে পড়বেন। যদি আরবী দুআ না জানে তখন সে বাংলা বা অন্য ভাষায় পড়বে আরবী দুআ মুখস্ত হওয়ার আগ পর্যন্ত।