আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5850

আকীদা

প্রকাশকাল: 4 ফেব্রু. 2022

প্রশ্ন

বেনামাজি যাকে নামাযের উপদেশ দেওয়ার পরও নামায পড়ে না। তার সাথে চলাফেরা, উঠাবসা, খানাপিনা করা যাবে কি?

উত্তর

নামায আদায় না করা কঠিন অপরাধ। তবে তার সাথে চলাফেরা, উঠাবসা, খানাপিনা করা যাবে না, বিষয়টি এমন নয়। প্রয়োজনে এগুলো করা যাবে।