আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5843

বিচার আচার

প্রকাশকাল: 28 জানু. 2022

প্রশ্ন

আমার বাবা মার অনেক বছর আগে তালাক হয়ে গেছে, এখন আমার বাবা আমার জন্মের পর থেকে আমাকে তার মেয়ে বলে পরিচয় দেয় না, আমার কোনো খোঁজ খবর নেয় না, এখন আমি কি করতে পারি, আমার খুব কষ্ট হয়।

উত্তর

আপনার বাবার পক্ষ থেকে এমন আচরণ খুবই অন্যায়। তিনি যেন আপনার প্রতি সদয় হোন, সে দুআ করবেন, আমরাও আল্লাহর কাছে এটা কামনা করি। আর ইসলামী ও দেশীয় আইন অনুযায়ী আপনার দেখাশোনা এবং ভরণ পোষণ আপনার পিতার দায়িত্বে। তিনি যেহেতু তার দায়িত্ব পালন করছেন না, সে জন্য আপনি আইনি পদক্ষেপ গ্রহন করতে পারেন।