আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 584

বিবিধ

প্রকাশকাল: 5 সেপ্টে. 2007

প্রশ্ন

কোন দিন হাত ও পায়ের নখ এবং গুপ্তাংশের লোম কাটা উত্তম? নাকি যে কোন দিন কাটা যায়। আর হাত ও পায়ের নখ কেটে কি যেখানে-সেখানে ফেলা যাবে, নাকি কোন নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত?

উত্তর

যে কোন দিন এগুলো পরিস্কার পরিচ্ছন্ন করা যায়। এ ব্যাপারে হাদীসে কোন নির্দিষ্ট কোন দিনের কথা বলা নেই। তবে রাসূলুল্লাহ সা. বৃহস্পতি ও শুক্রবার পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন। এগুলো নির্দিষ্ট এক জায়গায় ফেলা উচিৎ।