আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
একজন মুসলমান ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন, আশা করি উত্তর দিবেন ।
প্রশ্ন: বাজারে যখন ভিডিও সিডি এর প্রচলন ছিল তখন এক ভাই ঐ সমস্ত সিনেমা, সিনেমার গান, নাটকের বিভিন্ন দৃশ্য ইউটিউবে আপলোড করেন এবং ঐ-সমস্ত আপলোডকৃত ভিডিও থেকে আর্থিকভাবে লাভবান হোন ।
সেই টাকা দিয়ে তিনি জমি কিনেন, ঘরের আসবাবপত্র কিনেন । এখন ঐ ভাই তওবা করে এসব ছেড়ে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন … কিন্তু ঐ হারাম উপার্জনের সম্পত্তি / আসবাবপত্র উনি কি করবেন?